ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

কাঁদলেন প্রধানমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৫, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে আজীবন লড়াই করেছেন। জাতির জনকের রেখে যাওয়া স্বপ্ন ও দেশের সমৃদ্ধিতে অনন্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বাবাকে স্মরণ করে তিনি আবেগ ধরে রাখতে পারলেন না। মঞ্চে দাঁড়িয়ে অশ্রুসজল হলো তার চোখ। 

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কান্ন জড়িত কণ্ঠে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মমতায় ও স্বজন হারানো বেদনার স্মৃতির কথা স্মরণ করে  কাঁদলেন তিনি। এসময় অনুষ্ঠানে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। 

শেখ হাসিনা বলেন, আমার পরিবারকে হত্যা করা হয়েছে। আমাকে দেশে যেতে বাধা প্রদান করা হয়েছে। আমি আবার দেশে ফিরতে পারবো এটার কোন নিশ্চিয়তা ছিলো না। আমি বিদেশ থেকে দেশের রাজনীতি করি। আমার ধরণা ছিলো না আমি আওয়ামী লীগের মতো এতো বড় সংগঠনে নেতৃত্ব দিবো।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ও আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমরা জনগণনের কল্যাণে কাজ করতে চাই। আওয়ামী লীগের কর্মকান্ডের সুফল জনগণ পেতে শুরু করছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।   

এসময় জিয়াউর রহমানকে সমলোচনা করে তিনি বলেন, জিয়া যুদ্ধাপরাধীদের বিচার না করে তাদের এমপি মন্ত্রী করেছিলো। আমরা ক্ষমতায় এসে যুদ্ধপরাধী ও বঙ্গবন্ধু খুনিদের বিচার করতে সক্ষম করেছি। 

তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বেলা সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান। দলের পক্ষ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ, স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন, অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জনের জন্য প্রাধানমন্ত্রী গণ-সংবর্ধনা দিচ্ছে।  সিনিয়র আওয়ামী লীগ নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মূল মঞ্চে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। 

এদিকে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাক-ঢোল পিটিয়ে, লাল-সবুজের রঙিন পোশাক পরে জনসভায় যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জয় বাংলা ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নামে নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গোটা এলাকা।   

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি